নিজস্ব প্রতিবেদক :বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনের ইউ.এস.এ ও ইউ.কের দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় নির্মিত বোবারথলের হাফেজ মার্জান হোসেন এর ঘরের চাবি হস্থান্তর

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার হতদরিদ্র পরিবার উপহার পেল নিজেদের মাথাগোঁজার ঠিকানা হিসেবে একটি নতুন ঘর।পূরণ হল দীর্ঘদিনের স্বপ্ন।
আর এই স্বপ্নের বাস্তব রূপায়নে বরাবরের মতো এগিয়ে এলো বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও তার প্রবাসী দাতা সদস্যবৃন্দ।
বোবারথলের পিতৃহীন হাফেজ মার্জান হোসেন এর বসত ঘরের জীর্ণদশা দেখে হতবাক হন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র দাতা সদস্য ও আমেরিকা প্রবাসী আব্দুর রাজ্জাক বকুল।তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে ও প্রবাসী কিছু দাতা সদস্যের সাথে বিষয়টি তুলে ধরেন।
তাঁর আবেদনটি একটি সফল উদ্যোগে রূপ নেয়।সেই উদ্যোগের পরিসমাপ্তি ঘটে আ২২ জানুয়ারি রোজ সোমবার ১২ঃ০০ দুপুর ঘটিকার সময় উপকারভোগীর হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্থান্তরের মাধ্যমে।

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অন্যান্য অতিথিদের উপস্থিতিতে হাফেজ মার্জান হোসেন এর মায়ের হাতে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

তরুণ সমাজকর্মী আব্দুল মুকিত এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কের দাতা সদস্য আকরাম আলী রাজা,প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমেদ,মাহফুজুর রহমান কাবিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

By admin

its a news based portal and we always try to present true news and events what people right to know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *